কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের কাছে ভিওয়ানডি এলাকায় ভেঙে পড়লো একটি বহুতল বাড়ি। ভোর রাতের ওই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা অন্তত ২০ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার কার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটো টিমও। এখনো পর্যন্ত প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আরো অনেক মানুষই আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।