সাবেকি না থিম? এ নিয়ে লড়াই আছে থাকবে। তবে বিরাট আকারের দুর্গা কিংবা থিমের দুর্গা অনেক দেখা হয়েছে৷ কিন্তু একচালার মিনিয়েচার দুর্গা প্রতিমা দেখেছেন কি? দেখবেনই বা কি করে, সে মূর্তি আকারে ছোট হলেও নির্মাণ করা সহজ কাজ নয়। উচ্চতায় এক থেকে দেড় ফুট, প্রস্থেও প্রায় একই মাপের মধ্যে সপরিবার দশভূজাকে সাবেকি অলঙ্কারে গড়েছেন শিল্পী সঞ্জীব হাজরা।

খুব ছোটবেলায় মায়ের কাছে ছবি আঁকার হাতেখড়ি। ছবি আঁকার পাশাপাশি কাগ্জ দিয়েও নানা কিছু বানাতে থাকেন। কুমোর পাড়াতেও যাতায়াত করতেন স্কুলে পড়ার সময় থেকে। কুমোরটুলির মৃৎ শিল্পীর কাছে শিক্ষানবিশ থেকে কাজও শিখেছেন। তারপর একদিন নিজেই গড়তে শুরু করলেন প্রতিমা, তবে ছোট আকারে আর খুব পরিচিত বিশালাকার মূর্তির আদলে মিনিয়েচার ফর্মে।

পেশার কারণে সঞ্জীবকে সারাদিন ঘুরতে হয়, রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু বাড়ি ফিরে অনেক রাতে যখন তিনি মূর্তি গড়ার কাজে বসেন তখন ক্লান্ত শরীরটা নতুন করে উজ্জিবিত হয়ে ওঠে। প্রতিমার সমস্ত গহনা থেকে শুরু করে মাটি, বাঁশ, সুতলি, খর, পেরেক ও রং- তুলি সবই দরকার পরে এই প্রতিমা বানাতে। প্রতিমার সমস্ত গহনাও তিনি নিখুঁতভাবে তৈরি করে থাকেন। বাজারে এসব ছোট জিনিস সহজে মেলে না। এই দুর্গা প্রতিমার জন্য তিনি মুকুট থেকে মালা ও অন্যান্য সমস্ত গয়না নিজেই তৈরি করেন

খুব অল্প দিনের মধ্যেই সঞ্জীবের মিনিয়েচার দুর্গার কথা চারপাশে ছড়িয়ে পড়েছে। এ বছর তাঁর তৈরি দুর্গা প্রতিমা বাংলার বেশ কয়েকটি জেলার মণ্ডপ ছাড়াও বিদেশে পাড়ি দিয়েছে।