এক নজরে

Opposition Reaction Over Budget: পরিকল্পনাহীন, দেশবাসীর প্রাপ্তি শূন্য

By admin

February 01, 2022

কলকাতা ব্যুরো: এই বাজেটের যোগফল শূন্য ৷ নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটকে এ ভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ কংগ্রেসের অপর শীর্ষ সাংসদ শশী থারুরের বিদ্রুপ, এই বাজেট একটা স্যাঁতসেঁতে ছুঁচোবাজি ৷ একে ধনীদের বাজেট বলে কটাক্ষ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷

নির্মলা সীতারমনের কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় একযোগে সরব হলেন বিরোধীরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বাজেটের তুমুল সমালোচনা করেছেন ৷ এ বার বাজেটকে তুলোধোনা করল কংগ্রেস ৷ রাহুল গান্ধির মতে এটা “জিরো সাম বাজেট ৷ টুইটে রাহুল লিখেছেন, মোদি সরকারের বাজেটের যোগফল শূন্য ৷ বেতনভুক, মধ্যবিত্ত, গরিব ও বঞ্চিত, যুব সম্প্রদায়, কৃষক ও এমএসএমই-র জন্য কিছুই এতে নেই ৷

বাজেট খুবই হতাশাজনক হয়েছে বলে দাবি কংগ্রেসের অপর সাংসদ শশী থারুরের। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন, “খুবই হতাশাজনক ৷ একটা স্যাঁতসেতে ছুঁচোবাজি ৷ এই বাজেটে একেবারেই কিছু নেই ৷ এটা সাংঘাতিক হতাশার বাজেট ৷ বাজেট বক্তৃতা শুনলে দেখবেন, সেখানে এমজিনারেগা, প্রতিরক্ষা ও জনগণের জরুরি পরিষেবার কোনও কিছুই তাতে নেই ৷” আচ্ছে দিন আসার জন্য দেশকে আরও ২৫ বছর অপেক্ষা করতে হবে বলেও কটাক্ষ করেছেন থারুর ৷

কংগ্রেসের অপর শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে আবার এই বাজেটের সঙ্গে মহাভারতের চরিত্রদের উপমা টেনেছেন ৷ তাঁর মতে, “এই বাজেট শুধু ধনীদের জন্য ৷ গরিবদের জন্য এতে কিছুই নেই ৷ এটা অর্জুন ও দ্রোণাচার্যের বাজেট, একলব্যের নয় ৷ যে ক্রিপ্টোকারেন্সির কোনও আইন নেই, যা নিয়ে আগে আলোচনা হয়নি, তার কথাও তারা উল্লেখ করেছে ৷ তারা শুধু নিজেদের বন্ধুদের সুবিধে দিতেই এই বাজেট করেছে ৷”

শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীও তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় বাজেটকে ৷

বাজেট নিয়ে খুশি নয় বামদলও। বাজেটের কড়া সমালোচনা করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন তুলে জানান, ‘এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %।

তিনি বলেন, নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই, বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন?’