এক নজরে

KMC Election 2021: কলকাতা পুরভোটে কারচুপির অভিযোগে তৎপর পুলিশ

By admin

December 22, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা পুরভোটে কারচুপির অভিযোগ পাওয়া মাত্রই তৎপর কলকাতা পুলিশ। বুথে ঢুকে একাধিকবার ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। বড়তলা থানার পুলিশ তাকে পাকড়াও করেছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত যুবক। অভিযুক্তকে বুধবার তোলা হবে আদালতে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।

গত রবিবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ছিল ভোটাভুটি। ওইদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, বুথের ভিতরে ঢুকে একাধিকবার ভোট দিচ্ছে এক যুবক। ওই ভিডিও টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্যও। 

ভিডিওটি নজরে আসামাত্রই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। কারচুপির অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভিডিওতে যে যুবককে দেখতে পাওয়া গিয়েছে তার নাম গৌরব দাস। অরবিন্দ সরনির বাসিন্দা। মঙ্গলবারই তাকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪১৯, ৪২০, ১৭১ এফ ধারায় মামলা রুজু করা হয়েছে।

রাতভর জেরা করা হয় অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় ভোটে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত গৌরব। তার দাবি, পুরভোট শুরুর আগে মক পোলিং চলছিল। সেই সময় একাধিকবার ভোট দিয়েছিল সে। ওই মক পোলিংয়ের ভিডিও করা হয় এবং সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তার দাবি খতিয়ে দেখছে। বুধবারই ধৃতকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার ভাবনা পুলিশের।