কলকাতা ব্যুরো: আবার চিড়িয়াখানায় পশুর খাঁচায় ঢুকে পড়ল মানুষ। শুক্রবার আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পরে এক যুবক। ফলে আতঙ্কিত সিংহটি তাকে আক্রমণ করে। যদিও সিংহের থাবায় আহত হয়ে পড়ে যাওয়ার পর আর পশুরাজ তার দিকে ফিরেও তাকায় নি। বেশ কিছুক্ষণ খাঁচার মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকে ওই যুবক। পরে তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এর আগে হাজার ১৯৯৬ সালে আলিপুর চিড়িয়াখানায় শিবা নামে একটি বাঘকে মালা পরাতে ঢুকে পড়েছিল দুই মদ্যপ যুবক। একজনকে বাঘটি গুরুতর ঘায়েল করে। পরে তার মৃত্যু হয়। এদিন যে যুবক খাঁচায় ঢুকে পড়েছে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। যুবককে ওই খাঁচায় ঢুকে পড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেসব দর্শক চিড়িয়াখানায় এসেছিলেন তারা হুড়োহুড়ি শুরু করে দেন। খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে।
জখমকে আপাতত এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। আঘাতটা মূলত পায়ে। অ্যান্টি-রেবিজ ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পায়ে ড্রেসিং করা হচ্ছে। খুব বাজে সফট টিস্যু ইনজুরি। মাসল, লিগামেন্টেও আঘাত আছে। কি করে ওই যুবক খাচায় ঢুকলো তা নিয়ে তদন্ত শুরু করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।