কলকাতা ব্যুরো: যদি এমন হয়, আপনার নিজের একটা বাড়ি হল ইতালিতে। কিনতে চান এমন বাড়ি? যার দাম মাত্র ৮৬ টাকা থেকে শুরু। ভারতীয় মুদ্রায় মাত্র ৮৬ টাকায় ইতালিতে পাওয়া যাবে একটি বাড়ি। ভেবে দেখুন তাহলে। আর দেরি না করে এখনই ইতালি যাওয়ার একটা ব্যবস্থা করুন। হাতের সামনে রোম শহর। আবার ইচ্ছে হলে সেখান থেকে ঘুরে আসুন ভেনিস। যেতে পারেন ফ্লোরেন্স বা মিলান শহরেও।
কোন কল্পকাহিনী বা ঠক জোচ্চোরদের গল্প নয়। একেবারে সত্যি সত্যি ইতালিতে বাড়ি বিক্রি হচ্ছে জলের দরে। যদিও জলের দামটা মনে হয় ৮৬ টাকার থেকে একটু বেশিই হবে। তাহলে কথাটা খুলেই বলা যাক।
ইতালির সালেমি বলে একটি শহর ছিল সিসিলি দ্বীপে। সেখানে ১৯৬৮ সালে ভয়াবহ ভূমিকম্প হয়। মাটির নিচে চাপা পড়ে যায় সিসিলির একটা অংশ। দীর্ঘদিন পরে সেই নগরীকে খুঁড়ে বের করেছে প্রশাসন
প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সে শহরে রাস্তা তৈরি হয়েছে। নিকাশি নালা হয়েছে। হয়েছে জলের ব্যবস্থা। এমনকি বহু বাড়িঘর আবার নতুন করে তৈরি করে দিয়েছে প্রশাসন। সিসিলির বেলিস উপত্যকায় এই হারিয়ে যাওয়া শহরকে আবার খুঁড়ে বের করেছে প্রশাসন। সেখানকার মেয়র সংবাদমাধ্যমকে বলেছেন, এই শহরের সব বাড়ি এখন নতুন করে বিক্রি করা হবে। কারণ খুঁজে বের করা হলেও সেখানে এখন আর লোকজন নেই। অথচ শহরটিকে পুনরুদ্ধার করার পর আবার সেখানে যাবতীয় নাগরিক পরিষেবার পরিকাঠামো করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকেই সেখানে বাড়ি বিক্রির প্রক্রিয়া শুরু করছে প্রশাসন। নিলামে বিক্রি হবে সেইসব বাড়ি।
শুধু ভূমিকম্পে মাটির গর্ভে চলে যাওয়া সেই শহরটাই নয়, ইতালির এরকম বেশ কিছু এলাকা আছে যা ভূতের গ্রাম বা ভূতের শহর বলে পরিচিত। সেখানে আর লোক বসবাস করে না। গত জুন মাসে এরকম একটি শহরকে আবার নতুন করে পরিকাঠামো করে দেওয়া হয়েছে। যার বাড়ি বিক্রি হবে ন্যূনতম এক ইউরোতে সিনকইরণ্ডি এলাকার সেই শহর কেলারিয়া অঞ্চলের অন্তর্গত।
মনে ভূতের ভয় না থাকলে, কম দামে ইতালিতে এখানেও বাড়ি আপনার জন্য জুটে যেতেই পারে। তার জন্য ছুটে যেতেই পারেন ইতালি। যদিও করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত এখন ইতালি। আমাদেরও দেশে সেই অবস্থা। তাই এরই মধ্যে কী করে ইতালিতে পৌঁছনো যায়, তা আপাতত না হয় ভেবে ফেলুন।

Share.
Leave A Reply

Exit mobile version