কলকাতা ব্যুরো: মুম্বাই আর দক্ষিণের থেকে ফিল্মের হাওয়া এবার নিজের রাজ্যে টানতে চান যোগী আদিত্যনাথ। তাই উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে বড় জমি খোঁজার জন্য তিনি নির্দেশ দিলেন তার প্রশাসনকে। সেখানেই দেশের সবচেয়ে বড় ফিল্ম সিটি তৈরি করতে চায় উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক বৈঠকে উন্নয়নের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে জানিয়ে দেন নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয়েকে মাথায় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে।
উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরকে কেন্দ্র করে বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে তিনটি মিরাট, গাজিয়াবাদে। দুটি বুলান শহরে এবং ভাগবত জেলায় একটি প্রকল্পের জন্য মোট দু হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ওই বৈঠকে জানান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।