এক নজরে

বিজেপিতে যশ-পাপিয়া অধিকারীরা

By admin

February 17, 2021

কলকাতা ব্যুরো: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দলবদল অথবা রাজনৈতিক দলে যোগদানের হিড়িক বাড়ছে। এবার নির্বাচনের আগে অভিনেতা-অভিনেত্রীদের দলবেঁধে রাজনৈতিক দলে যোগদান চোখে পড়ার মতো। বুধবার বেশ কয়েকজন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী দলবেঁধে যোগ দিলেন বিজেপিতে। সেই তালিকায় উল্লেখযোগ্য অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেতা যশ দাশগুপ্ত সহ বাংলা চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন কলাকুশলী।

আজ তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তাদের হাতে দলের পতাকা তুলে দেন। শ্রী বিজয়বর্গীয় তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলা গড়ে তোলার অভিযানে সামিল হওয়ার জন্য নবাগতদের স্বাগত জানান। বিজেপি রাজ্যে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, বাংলার উন্নয়ন, অগ্রগতি এবং হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করছে। দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, নাট্যজগতের মানুষেরা অতীতে গণ আন্দোলনে যোগ দিয়েছেন। নাট্য আন্দোলন একসময় পরিবর্তনের দিশা দেখিয়েছিল। বিজেপিতে যোগ দিয়ে অভিনেতা অভিনেত্রীরা প্রধানমন্ত্রী মোদির প্রতি তাদের ভরসার কথা জানিয়েছেন। একই সঙ্গে তাদের ইঙ্গিত, টালিগঞ্জ স্টুডিও পাড়ায় যেভাবে তৃণমূল মেরুকরণ করেছে, তার প্রতিবাদে তারা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন।