এক নজরে

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন সাহিত্যিক শংকর

By admin

March 13, 2021

কলকাতা ব্যুরো : বাংলা সাহিত্য জগতে খুশির খবর। এবছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন বর্ষীয়ান সাহিত্যিক শংকর। বাংলা সাহিত্য জগতে শংকর এক বিরাট বড় নাম। তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও শংকর নামেই তিনি বিখ্যাত।

তাঁর জনপ্রিয় রচনার মধ্যে রয়েছে চৌরঙ্গী, বারওয়েলের স্মৃতি, কত অজানারে ইত্যাদি। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ, জনঅরণ্য ছবির মধ্যে তাঁর রচনা চিত্ররূপ পেয়েছে। তাঁর রচনার নামে ও গল্প নিয়েই তৈরি হয়েছে বিখ্যাত ছবি ‘চৌরঙ্গী’। সূত্রের খবর, ‘একা একা একাশি’ বইটির জন্য এবছর সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন তিনি।