এক নজরে

জার্মানিতে মারা গেলেন কবি অলক রঞ্জন দাসগুপ্ত

By admin

November 18, 2020

কলকাতা ব্যুরো: মারা গেলেন কবি অলক রঞ্জন দাসগুপ্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জার্মানি তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জার্মানির হাইডেলবার্গ শহরে বহু বছর ধরে তিনি থাকতেন। তার মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের সংস্কৃতি মহলে।বহু বছর জার্মানিতে থাকলেও, কলকাতার সঙ্গে তার যোগাযোগ ছিল নিয়মিত। ৬ অক্টোবর ছিল অলক রঞ্জন এর জন্মদিন। ৫ অক্টোবর দিল্লিতে মারা যান তার এক বোন। সেই খবর শোনার পর থেকে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা দিয়ে পেশা শুরু করেছিলেন তিনি ১৯৫৭ সালে। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদান ১৯৭১ সালে। যৌবন বাউল তার প্রথম কাব্যগ্রন্থ। নিষিদ্ধ কোজাগরী তার কবিতার বই। বহু কবিতা, কাব্যগ্রন্থের লেখক অলক রঞ্জন শব্দ চয়ন, বাচনভঙ্গিতে ছিলেন অনন্য।