এক নজরে

দুর্গাপুরে বিশ্বের সবথেকে বড় সোলার ট্রি

By admin

September 01, 2020

কলকাতা ব্যুরো : বিশ্বের সবথেকে বড় সোলার ট্রি বসলো দুর্গাপুরে। এটিসিএসআইআর – সিএমইআরআই এর তরফ থেকে এটি বসানো হয়। ভারত সরকার প্রেস ইনফরমেশন বুরোর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হযেছে।এই সোলার ট্রির ১২ থেকে ১৪০০০ ইউনিট পরিষ্কার এবং সবুজ শক্তি নির্গত করার ক্ষমতা আছে। সূর্য শক্তি আহরণ ও ছায়া দেওয়ার ক্ষমতাও রাখে এই সোলার ট্রি। সি এস আই আর ও সি এম ই আর ই র ডিরেক্টর হরিশ হিরানি জানান, এটি পৃথিবীর সবথেকে বড় সোলার ট্রি। বিভিন্ন ভাবে এবং বিভিন্ন জায়গায় এটিকে কাজে লাগানো যায়। বিশেষত কৃষি কাজে ই ট্রাক্টর ও ই টিলার চালানোর কাজে স্বাচ্ছন্দে এটিকে ব্যাবহার করা যায়। এই ই ট্রির প্রত্যেকটির দাম সাড়ে সাত লক্ষ টাকা। এর মাধ্যমে বড় বড় মেশিন দিয়ে কৃষি কাজ পরিচালনা করা যেতে পারে। কৃষি জমিতে সিসি টিভি র কাজও এই সোলার ট্রি র মাধ্যমে করা সম্ভব।