এক নজরে

#WomanSuicide: গড়ফার ফ্ল্যাটে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

By admin

May 30, 2022

কলকাতা ব্যুরো: খাস কলকাতায় বধূর রহস্যমৃত্যু। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মহিলার নাম লিজা মারি। বয়স ৩৬ বছর। কলকাতার গড়ফা থানা এলাকার গীতাঞ্জলী পার্কে একটি আবাসনে থাকতেন ওই মহিলা। তিনি পেশায় ব্যাংক কর্মী বলেই খবর। রবিবার গভীর রাতে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মহিলার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়ফা থানায়। রাতেই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। শোনা যাচ্ছে, সেখানে দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে একাধিক বিষয় লেখা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে লিজাদেবীর দ্বিতীয় স্বামীর ভূমিকা থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই বিষয়টি স্পষ্ট হবে।