কলকাতা ব্যুরো: বারাবনি থানার অন্তর্গত কেলে জোড়া স্কুল পাড়া এলাকার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
ডাম্পারের সঙ্গে বাইকের মুখো মুখি সংঘর্ষে মৃত্যু হয় পুরানো চটি গ্রামের বৃদ্ধা মহিলা গৌরী করের। বুধবার মোটর সাইকেলে চড়ে ছেলের সাথে মেয়ের বাড়ি দিকে রওনা দিয়েছিলেন গৌরি কর। রাস্তায় মধ্যে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার।পালিয়ে যায় ডাম্পারের চালক।
অবশেষে স্থানীয় মানুষজন মৃত দেহ রাস্তার মধ্যে ফেলে রেখে পথ অবরোধ করেন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একটি আই.সি. এম.এলের ডাম্পার বারাবনি বাজারের দিকে যাবার সময় ওই মহিলারকে পিষে দেয়। যার ফলে ঘটনা স্থলে মৃত্যু হয় বৃদ্ধ মহিলার।
পরে বারাবনি থানার পুলিশ এসে স্থানীয়দের বুঝিয়ে রাস্তা অবরোধ সরিয়ে দেয় ও গাড়ির মালিকের সঙ্গে মৃত পরিবারের বৈঠকের ব্যাবস্থা করে। স্থানীয় সূত্রে জানা যায় কিছু দিনের মধ্যে মৃত পরিবারকে গাড়ি মালিক ক্ষতিপূরণ দেবেন আর তিনি যদি ক্ষতিপূরণ না দেয় তবে পুনরায় রাস্তা অবরোধ করা হবে।
Previous Articleহঠাৎ জাতির জন্য ভাষণ, শুনেই উৎকণ্ঠা কৌতুহল দেশজুড়ে
Next Article বেড, অক্সিজেনের জন্য হাহাকার বাড়ছে রাজ্যে
Related Posts
Add A Comment