এক নজরে

Weather Updates: পশ্চিমী ঝঞ্ঝায় উধাও শীত

By admin

January 09, 2022

কলকাতা ব্যুরো: শীতের চরিত্র বদলে ঠান্ডা কমলো বঙ্গে। অথচ দেশের উত্তরভাগে রীতিমত দাপট দেখাচ্ছে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে রাতের তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতি চলতি শীতকালে সম্ভবত আর নিচের দিকে নামবে না। এমনিতেই চলতি মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার ঝটকা কনকনে শীতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় শীতের এহেন চরিত্র বদলের জেরে শীতকাল বাকি কয়দিন বেঁচে থাকবে কেবল ক্যালেন্ডারের পাতাতেই।

অন্যদিকে রৌদ্রোজ্জ্বল দিনের মিঠে আমেজও উধাও হতে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই। এখনই মনে হচ্ছে ফাল্গুন চৈত্রের মত গায়ে বিঁধছে রোদ। এর মধ্যে রবিবার আবহাওয়া শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও সোমবার থেকেই বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় দুই ডিগ্রি বেশি।

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। পৌষের শেষবেলায় এবং মাঘের শুরুতে একদিকে যেমন শেষ হতে চলেছে শীতের আমেজ তারই পাশাপাশি দোসর হতে চলেছে বৃষ্টির সম্ভাবনা।