এক নজরে

হেমন্তে শীতের আমেজ

By admin

November 04, 2020

কলকাতা ব্যুরো : হেমন্তের কলকাতায় ২ ডিগ্রির বেশি পারদ নামলো। ২৪.৭ ডিগ্রী সেলসিয়াস থেকে কমে আজ তাপমাত্রা হলো ২২.৪ ডিগ্রী। আজ ভোর থেকেই হিমেল হওয়া দিতে শুরু করে কলকাতায়। ঘাসে শিশিরের স্পর্শ। শীত যেনো কড়া নাড়ছে।

পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূমের মত জেলাগুলিতে ও পারদ কমতে শুরু করেছে ইতিমধ্যেই। সেখানে তাপমাত্রা ১৬ থেকে ১৮ র কাছাকাছি। এ ছাড়াও বেশ কিছু জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ। মঙ্গলবারই শীতের একটা হালকা আমেজ ছিল কলকাতায়।

কার্তিকের সবে তৃতীয় সপ্তাহ। এখনি ভোরের দিকে বেশ একটা হিমেল ভাব অনুভূত হচ্ছে। অবশ্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগে থেকেই। আব হাওয়া দপ্তর জানিয়েছিল বুধবার থেকেই পারদ নামবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রীর নিচে এমনি জানানো হয় আবহাওয়া দপ্তর থেকে। বেলা বাড়লে অবশ্য ছড়া রোদ ওঠার কোথাও বলা হয়। সঙ্গে থাকবে আদ্রতা। বুধবার কলকাতায় ২০ ডিগ্রীর নিচে পারদ না নামলেও , জেলাতে বেশ ঠাণ্ডা পড়ছে।