কলকাতা ব্যুরো: ঠান্ডার চাদরে মুড়ে গেল বাংলা। কলকাতা শহর থেকে প্রত্যন্ত গ্রাম–সর্বত্রই মাঝরাতের পর থেকে ঠান্ডা বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে এই ঠান্ডা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতায় তাপমাত্রা ১৮.৩ ডিগ্রিতে নেমেছে।

যদিও আগামী দুদিন তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে তারপর থেকে তাপমাত্রা ক্রমশ নিচের দিকে নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ফলে কালীপুজোর রাতে যে ঠান্ডা ভালোভাবে অনুভব করবে রাজ্য, তা একরকম নিশ্চিত।

কলকাতা শহর এখনো গরম পোশাক বের না করলেও, জেলায় গত দিন দশ ধরেই শীতের পোশাক গায়ে চাপিয়েছে মানুষ। আর রাতের দিকে ঠান্ডা আরো বাড়ছে। এই কদিনের মধ্যে অবশ্য বৃষ্টির কোন পূর্বাভাস নেই রাজ্যে। আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় রোদ ঝলমল আকাশ থাকলেও, রাতে ঠান্ডা তাপমাত্রা নেমে যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version