এক নজরে

Weather Updates: কমছে তাপমাত্রার পারদ, শীতের আমেজ রাজ্যে

By admin

December 11, 2021

কলকাতা ব্যুরো: জাওয়াদের ফলে সৃষ্টি হওয়া নিম্নচাপ কেটে যাওয়ার পরেই এবার রাজ্যে আসছে শীত। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা প্রায় ৩-৪ ডিগ্রি কমবে। ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, রাজ্যের সব জেলাতেই রাতে ফিরবে শীতের আমেজ। যদিও দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। যদিও অকাল বর্ষা বিদায় নিয়ে শীতের আমেজ ফিরলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার জন্য আরও অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। শনিবার ভোরের দিকে কুয়াশার পরিমাণ বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪%।

এতদিন পশ্চিমীঝঞ্ঝা শীতের আগমনের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির বিদায়ে আবহাওয়া শুষ্ক হবে। ফলে উত্তুরে হাওয়া ঢুকতে পারবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যে ব্যাটিং শুরু করবে শীত। দিন যত গড়াবে শীতের কামড় ততই বাড়বে বলেই আশাবাদী হাওয়া অফিস।