এক নজরে

কুয়াশায় মুখ ঢাকলো তিলোত্তমার

By admin

December 09, 2020

কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে বিপরীত ঘর্ণাবর্তের কোপ। শহরে শীতের আগমনে কাঁটা। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। তার প্রভাপ পড়েছে স্বাভাবিক জনজীবনে। দমদম বিমানবন্দর থেকে বিমান ওঠানামা ব্যাহত। সকালের বহু বিমান দেরিতে উড়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছ বিমানবন্দর কর্তৃপক্ষ।

কুয়াশার কারণে ব্যহত হয়েছে ট্রেন চলাচলও। লোকাল ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে। একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন দেরিতে ছেড়েছে। একেবারে দৃশ্যমানতা না থাকায় ধীর গতিতে চলাচল করছে লোকাল ট্রেনও। এই আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত শীত পড়ার কোনও সম্ভাবনা নেই কলকাতায়। কুয়াশার কারণে জেলা ও শহরের তাপমাত্রা সকালের দিকে কিছুটা কম থাকছে।

এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে সপ্তাহ শেষে। আজ থেকেই উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। তবে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে কিন্তু উত্তরভারতে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। কাশ্মীর, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় এবার সময়ের আগেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে। দিল্লির তাপমাত্রাও ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরছে। তারমধ্যেই রয়েছে কুয়াশাও। আজ গোটা দেশের একাধিক জায়গাতে কুয়াশার দাপট বেশি ছিল সেকারণেই একাধিক জায়গায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। ব্যহত হয়েছে বিমান পরিষেবাও।