কলকাতা ব্যুরো: বড়দিনের পর জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। আগামী দুদিন একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

রবি ও সোমবার এই দুদিন তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রি পর্যন্ত। এর প্রভাবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে বাংলাতেও। বর্ষশেষে আরো একদফায় কনকনে ঠান্ডার আমেজ ফিরতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি হবে উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে। অন্যদিকে দক্ষিণ ভারতের পূবালী হাওয়ার প্রভাবে বর্ষশেষে ও তামিলনাডু পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা।

শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে সোমবারের পর ফের আরও এক দফা শৈত্যপ্রবাহ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে ।

Share.
Leave A Reply

Exit mobile version