এক নজরে

চোর অপবাদে পিটিয়ে খুন স্ত্রীকে

By admin

October 17, 2020

কলকাতা ব্যুরো: চোর অপবাদে গৃহবধূকে পিটিয়ে খুন ও স্বামীকে গুরুতর জখম করার অভিযোগ উঠল ভাঙ্গড়ের কাশিপুর থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে কাশীপুরের চিনারপুকুর গ্রামের বাসিন্দা আলী হোসেনের বাড়িতে হামলা চালায় মহিবুল মোল্লা সহ ১৪ – ১৫ জন। আলী হোসেনকে চোর অপবাদ দিয়ে পেটাতে শুরু করে বাড়িতেই। সেই সময় বাধা দিতে গেলে তার স্ত্রী সুফিয়া বিবিকেও লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মহিবুলরা। দু জনকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে দিয়ে চলে যায় ওই দুষ্কৃতীরা।

গ্রামবাসীরা দু’জনকেই নিয়ে গিয়ে স্থানীয় জিরান গাচা হাসপাতালে ভর্তি করে। কিন্তু মহিলার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আলী হোসেনকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তার অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত সহ পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের বারইপুর আদালতে পাঠিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ। এলাকা উত্তপ্ত হয়ে থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। বাকিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ।