কলকাতা ব্যুরো: দুর্গাপূজায় বেশি রাতে ঠাকুর দেখান সুযোগ করে দি তে এবার সরকারি বাসের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাস নামানো হচ্ছে শহরে। রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে এক বৈঠকে বেসরকারি মালিকরা আশ্বস্ত করেছেন, তৃতীইয়া থেকে দশমী পর্যন্ত রাতের বেলায় পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হবে। বর্তমানে প্রায় ২৬০০ বাস নামছে রাস্তায়। বেসরকারি বাস মালিকদের সংগঠন পরিবহন দপ্তর আশ্বস্ত করেছে, পুজোর ক’দিন দিনের সঙ্গে রাতের বেলাতেও বাসের অভাব হবে না।
আবার পরিবহন দপ্তর জানিয়ে দিয়েছে, ওই সময় দিনের সঙ্গে রাতের পর্যাপ্ত বাস থাকবে রাস্তায়। বর্তমানে প্রায় ১১০০ সরকারি বাস শহরে চলাচল করছে।
গতবারের পুজো পরিক্রমা ই শহরে বেশকিছু স্পেশাল বাস নামানো হয়েছিল। এবারেও পরিবহন দপ্তর তেমন বাসের ব্যবস্থা করছে। পরিবহণ দফতরের এক কর্তা বলেন, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও সল্টলেক, এই তিনটি জোনের জন্য স্পেশাল রুট তৈরি করা হচ্ছে। পুজোর সময় বেলা তিনটার পরে আর রাস্তায় অটো চলায় অনুমতি দেওয়া হবে না অন্যান্যবারের মতই।
Previous Articleমোদির বায়োপিক প্রকাশ্যে আসছে ১৫ অক্টোবর
Next Article সাপ্তাহিক রাশিফল
Related Posts
Add A Comment