কলকাতা ব্যুরো: করোনা মহামারি এখনও শেষ হয়নি ৷ সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস ৷ মঙ্গলবার তিনি এই নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ৷ পাশাপাশি কম টিকাকরণ নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷
ওমিক্রন দ্রুত ছড়ালেও তাতে ঝুঁকি কম, এমন মতকেও তিনি খারিজ করে দিয়েছেন ৷ তাঁর তরফে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ সেখানেই এমন মন্তব্য করা হয়েছে ৷ সেখানে তিনি সকলকে করোনার সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোচ্চ প্রয়াস করতে বলেছেন ৷ আর স্বাস্থ্য ব্যবস্থার বাড়তি চাপ কমানোর জন্য উদ্যোগী হতে বলেছেন ৷
করোনা নিয়ে এখন নানা মত শোনা যায় ৷ তার মধ্যে সাম্প্রতিকতম হল ওমিক্রনই করোনা মহামারিকে শেষের দিকে নিয়ে যাবে ৷ সত্যিই কি তাই হবে? বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধানের এই মন্তব্যের পর সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ৷
প্রসঙ্গত, করোনা মহামারির শুরু ২০১৯ সালের গোড়ায় ৷ তারপর গোটা বিশ্ব এই মহামারিতে মৃত্যুর মিছিলের সাক্ষী থেকেছে ৷ বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ একাধিকবার মিউটেশন ঘটিয়ে এখন করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ করোনা মহামারি স্বাস্থ্য ব্যবস্থায় যেমন প্রভাব ফেলেছে, তেমনই সারা বিশ্বের অর্থনীতি নড়বড়ে হয়ে গিয়েছে ৷ তাই ঘেব্রেসাসের মন্তব্যের পর প্রশ্ন উঠছে, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? তবে উত্তর অজানা।