মৈনাক শর্মা
করোনার প্রথম ওয়েভের পর ভারতে আবার দেখা দিয়েছে দ্বিতীয় ওয়েভ। এরই মাঝে করোনার উৎস তথ্য দিলো হু। করোনার কথা বলতে গেলেই মাথায় আসে চিন। তাই চিনের উহান শহরেই করোনার উৎসর খোঁজে যায় ডাবলু এইচ ও-র দল।

হু-র রিপোর্ট অনুযায়ী, করোনার উৎস চিনের উহানের পশু বাজার। তবে উহানের ল্যাব থেকে করোনা সংক্রমণ ছড়ানোর তথ্যকে মানতে রাজি নয় সেই দল। তবে রিপোর্টে এখনো পরিষ্কার নয় এই ভাইরাস কোন প্রাণী থেকে উৎপন্ন হয়েছে, রিপোর্টে আপাতত এও পরিষ্কার নয়, এই ভাইরাস মানব সৃষ্ট কি না। অর্থাৎ হু-র রিপোর্টে সচ্ছতার অভাব রয়েছে । হু-র এই রিপোর্ট পেশ করার আগেই করোনা যে মানব সৃষ্ট ভাইরাস এবং তার উৎপত্তি হয়েছে উহান এর ল্যাব থেকেই, তা সাফ জানায় মার্কিন center for disease এর সদ্য অবসপ্রাপ্ত প্রধান রবারট রিডফিল্ড। এই তথ্যকে সামনে রেখেই চিনের নাম না করে পুনরায় করোনার উৎস খোঁজের দাবী করে ভারত সহ বিশ্বের ১৪ দেশ। যাদের মধ্যে উল্লেখ্য আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ইসরাইল।

১৪ দেশের দাবীতে, করোনা উৎসের এই তথ্যও মানতে রাজি নয় স্বয়ং হু ডিরেক্টর জেনারেল তেড্রস অধানোম। তবে বেজিংয়ের মতে করোনার প্রথম রুগী উহান এ মিললেও এর উৎপত্তি চিনে নয়, দাবি করে হু এই রিপোর্টের ভিত্তিতে করোনাতে নিজের নাম সরাতে মরিয়া চিন।উহাণের ল্যাবই করোনা উৎসের কারন নয়, এই তথ্য সামনে আসতেই আপাতত সস্তিতে রয়েছে বেজিং। তবে করোনাকে সম্পূর্ন দূর করে ভবিষ্যতে বড়ো মহামারীর জন্য প্রস্তুতি নিতে জানা জরুরী কোভিড উৎস তথ্য।

Share.
Leave A Reply

Exit mobile version