কলকাতা ব্যুরো: আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলস কার হাতে যাবে? দেশের পরবর্তী রাষ্ট্রপতি (Presidential Poll) কে হবেন? বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এদিন সকাল ১১ টায় সংসদে শুরু হয়েছে ভোটগণনা। বিজেপি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় অঙ্কের হিসাবে সাংবিধানিক প্রধানের দৌড়ে এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মু। আর সেই কারনেই ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীর গ্রামের বাড়িতে এখন সাজসাজ রব। জানা যাচ্ছে এদিনই তাঁর সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য গত সোমবার ‘ক্রস ভোট’ ও অর্থের বিনিময়ে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Poll) ভোটগ্রহণ পর্ব শেষ হয়। প্রায় ৯৯ শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি (Presidential Poll)। এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪,৭৯৬ জন সাংসদ ও বিধায়ক। অভিনেতা ও সাংসদ সানি দেওল-সহ আটজন সাংসদ ভোট দেননি। ১১টি রাজ্যে ১০০ শতাংশ বিধায়ক ভোট দিয়েছেন বলে জানিয়েছে কমিশন।

তবে এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Poll) কেন্দ্র করে প্রথম থেকেই সরগরম ছিল দেশের রাজনীতি। তবে দিনের শেষে ফলাফলই কথা বলে। আর দ্রৌপদী মুর্মুই লড়াইয়ে এগিয়ে রয়েছেন ধরে নিয়ে ইতিমধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে তাঁর গ্রামে। সেখানে হইহুল্লোড় করে বেরোয় শোভাযাত্রাও।

তবে খুব বড় কোনও অঘটন না ঘটলে আজ রাষ্ট্রপতি নির্বাচনের অনায়াসে জিততে চলেছেন দ্রৌপদী। আর তা হলে, তিনি হবেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি জনজাতি সমাজের প্রতিনিধি। সম্ভবত ফল প্রত্যাশিত জেনেই আজ থেকেই দ্রৌপদীর দিল্লির অস্থায়ী বাসভবন ৪, উমাশঙ্কর দীক্ষিত মার্গের বাংলোয় সাজ-সাজ রব। তবে দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম দেশ।

Share.
Leave A Reply

Exit mobile version