কলকাতা ব্যুরো: এদেশে করোনা শুরুর সময় থেকেই প্রতিটি নির্দেশিকায় আরোগ্য সেতু আপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সেই আপ তৈরি করেছে কে ? না , এ ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি কেন্দ্র। যা অত্যন্ত হতাশাজনক বলে মনে করছে কেন্দ্রীয় তথ্য কমিশন। সেই ব্যাখ্যার জন্য কেন্দ্রীয় সরকারকে ২৪ নভেম্বর কমিশনে হাজিরা দিতে বলেছে তথ্য কমিশন।
আরোগ্য সেতু আপে লেখা রয়েছে, আপটি তৈরি করেছে ন্যাশনাল ইনফোরমেটিক্স সেন্টার এবং কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। কিন্তু একটি আরটিআই -র জবাবে ওই দুই সংস্থাই জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। যে নিয়ে কেন্দ্রীয় তথ্য কমিশন ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রের।