এক নজরে

Covaxin: অবশেষে বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেলো কোভ্যাকসিন

By admin

November 04, 2021

কলকাতা ব্যুরো: অবশেষে ছাড়পত্র পেল কোভ্যাকসিন। বুধবারই বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) তরফে জানানো হয়েছে যে ভারত বায়োটেকের তৈরি করোনার এই টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হলো।

কোভ্যাকসিন ভারতের নিজস্ব ভ্যাকসিন। এর ফর্মুলা ভারতের সংস্থা ভারত বায়োটেকের আবিষ্কৃত। গত জানুয়ারিতেই এই টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয় ডিসিজিআই। তারপর থেকে সরকারি উদ্যোগে কোভ্যাকসিন দেওয়া চলছে। কিন্তু এই ভ্যাকসিনের ছাড়পত্র বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে না আসায় অনেক সমস্যাও তৈরি হচ্ছিল। বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রেই তৈরি হচ্ছিল এই ধরনের সমস্যা। তাই ছাড়পত্র আনতে গত জুলাই থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে দফা দফায় বৈঠক করছিল ভারত বায়োটেক। যার সুফল মিললো বুধবার।

বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফেও জানানো হয়েছে যে চার সপ্তাহের ব্যবধানে দু’টি ডোজ নেওয়া যাবে। আর সারা বিশ্বে এই ভ্যাকসিন দেওয়া যাবে। তবে হু জানিয়েছে, অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতার বিষয়ে পুরোপুরি ছাড়পত্র।