এক নজরে

হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

By admin

October 06, 2020

কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে থেকে হোয়াইট হাউসে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া দুজনেই করোনা আক্রান্ত। যদিও তাদের শরীরে ছিল মৃদু উপসর্গ। হাসপাতালে থাকাকালীনও ট্রাম্পের দুবার অক্সিডেনের মাত্রা কমে যায়। যা নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরাও।

তবুও তার মধ্যেই সুস্থ প্রমাণে রাস্তায় বেড়িয়ে পরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সমর্থকদের উদ্দেশ্যে হাত ও নাড়েন। হোয়াইট হাউসে ফিরেও খুলে ফেলেন মাস্ক। বলেন, করোনা ততটা ভয়াবহ নয়। খুব শীঘ্রই আমি প্রচারে বের হবো। প্রসঙ্গত নভেম্বরের শুরুতেই রয়েছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন।

এদিকে নিউইয়র্ক শহরে শুরু হয়েছে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ। নতুন করে সংক্রমণ বাড়ছে বেশ কয়েকটি এলাকায়। চিহ্নিত করা হয়েছে ২০ হটস্পট। আবার শুরু হয়েছে লক ডাউন।