কলকাতা ব্যুরো: শুক্রবার রাত প্রায় এগারোটা থেকে হঠাৎই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ধীর গতির হয়ে পড়ে। ফলে হোয়াটসঅ্যাপে কোন বার্তা পাঠালে তা গন্তব্যে পৌঁছতে অনেক দেরি হচ্ছে। শুধু ভারতবর্ষে নয়, আমেরিকা এবং ইউরোপের দেশগুলো এই সমস্যার সম্মুখীন হতে শুরু করেছে বলে টুইটারে জানান দিচ্ছে বিভিন্ন দেশ।
তবে হঠাৎ করেই হোয়াটসঅ্যাপের এমন বসে যাওয়া নিয়ে অন্ধকারে বিশেষজ্ঞরা।কোন কোন দেশে এই সমস্যা তৈরি হয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে হোয়াটসঅ্যাপের তরফে এখনো এর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।