কলকাতা ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরের হয়ে বিস্তর প্রচারও করেছেন। কিন্তু এখনও বাংলার মুখ্যমন্ত্রীকে বড়দিদির মতো সম্মান করেন মিঠুন চক্রবর্তী। কলকাতায় এসে একথাই জানালেন মহাগুরু।
দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমার শুটিং শুরু করেছেন মিঠুন। নিজের শহরে এসেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে মিঠুন বলেন, “আমি জানি না উনি আমাকে ভাই ভাবেন কিনা। কিন্তু আমি এখনও ওনাকে আমার বড়দিদির মতো সম্মান করি।দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। আর এই ছবির সৌজন্যে আবারও বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকরকে। ৪৬ বছর আগে পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা। সেই নস্টালজিয়া নতুন এই ছবিতে ফিরতে চলেছে।
দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। আর এই ছবির সৌজন্যে আবারও বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকরকে। ৪৬ বছর আগে পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা। সেই নস্টালজিয়া নতুন এই ছবিতে ফিরতে চলেছে।
কিছুদিন আগে শারীরিক সমস্যার জন্য বেশ কষ্ট পেতে হয়েছে মিঠুনকে। অস্ত্রোপচারও হয়েছিল তারকার। তাই এখন খাওয়া-দাওয়া নিয়ম মেনেই করতে হয়। তবে নিজের শহরে এসে বিউলির ডাল ও পোস্তোর লোভ ছাড়তে পারেননি মিঠুন চক্রবর্তী। মনের সুখে ডালভাত খেয়েছেন তিনি।