এক নজরে

চিনা নয়, দেশি মাঞ্জাতেই আজ উড়বে ঘুড়ি

By admin

September 17, 2020

কলকাতা ব্যুরো: চিনা মাঞ্জা ব্যবহারে কলকাতায় পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় তার ব্যবহার আগেই নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। এখন চিন-ভারত সীমান্ত উত্তেজনায় কদর বেড়েছে দেশি মাঞ্জার। আজ বিশ্বকর্মা পুজোয় দেশি মাঞ্জাতেই আকাশে উড়বে ঘুড়ি। অন্যদিকে বাজেট কাটছাট করে হলেও আজ কল কারখানাগুলিতে শুরু হয়েছে বিশ্বকর্মা পুজোর আয়োজন।