এক নজরে

বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যা বাড়াতে পেট্রোল পাম্পে চার্জিং ব্যবস্থা করবে সরকার

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যে বিদ্যুৎ চালিত গাড়ি চলাচল শুরু হলেও তার চার্জের পর্যাপ্ত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তাই এবার পেট্রল পাম্প গুলিতেই চার্জিং ব্যবস্থা চালু করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর।শহর ও শহরতলির পেট্রল পাম্পগুলিতে বৈদ্যুতিন গাড়ির চার্জিং এর ব্যবস্থা করতে রাজ্য পরিবহণ দফতর পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে। রাজ্যের পরিবহন সচিব প্রভাত মিশ্র বলে, পরিবহন দপ্তর বর্তমানে শহরে ৮০ টি বিদ্যুৎ চালিত বাস চালাচ্ছে। আগামী 10 বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমগুলির পাঁচ হাজার ই বাস রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এ ধরনের বাস চার্জিং কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।