কলকাতা ব্যুরো: কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া রাজ্যের প্রায় সব জেলায় সংক্রমণের চেয়ে রোজ করোনামুক্তি বেশি ঘটছে। সামগ্রিক ভাবে রাজ্যে সুস্থতা সংখ্যায় ও হারে উন্নতি হচ্ছে। রবিবারের পরিসংখ্যানে সুস্থতার হার ৮৯.৬৭। গত ২৪ ঘণ্টায় করোনামুক্তের সংখ্যা ৪,৩৮৩, আক্রান্ত হয়েছেন ৩,৯২০।
অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও ক্রমশ নামছে। সর্বশেষ পরিসংখ্যানে এই সংখ্যা ৩৪,৫৬৬। তবে দৈনিক সংক্রমণে যেমন লাগাম নেই, তেমনই দৈনিক মৃত্যুও প্রায় একইরকম। গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ৫৯ জনের। মৃত্যুতে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি তো আগের মতোই। কিন্তু ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে নদিয়া। সংক্রমণে না হলেও মৃত্যু রোজ বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা ৭-এ উঠে গিয়েছে। হঠাৎ হাওড়াতেও একদিনে মৃত্যু বেড়ে ১০ হয়ে গিয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৬, উত্তর ২৪ পরগনায় ১১। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ২, পূর্ব মেদিনীপুরে ২, পশ্চিম মেদিনীপুরে ২, বাঁকুড়ায় ২, বীরভূমে ১, পশ্চিম বর্ধমানে ১ ও হুগলিতে ১ জন।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৩, সুস্থ ৭০৫ জন, উত্তর ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ৭৯৬ ও ৬৬৭, হাওড়ায় ২৫৪ ও ২৭৭, নদিয়ায় ১৯১ ও ২৬৭, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৫ ও ৪৭৪, পূর্ব মেদিনীপুরে ১৩৭ ও ২৫৯, পশ্চিম মেদিনীপুরে ১৯৪ ও ২৭৫ এবং বাঁকুড়ায় ৭০ ও ৯৯। দেখাই যাচ্ছে, অধিকাংশ জেলায় সুস্থতা সংক্রামিতের চেয়ে বেশি।
এত ইতিবাচক পরিস্থিতি থাকলেও স্বাস্থ্য দপ্তর নিশ্চিন্ত নয়। সেজন্য বেসরকারি হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণে ভেন্টিলেটর ধার দেওয়ার কথা চলছে। উৎসবের মরশুম না কাটলে নিশ্চিন্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘণ্টায় ৪৫,১৮৭ করোনা টেস্ট হয়েছে। মোট আক্রান্ত রবিবার পর্যন্ত ৪,০৫,৩১৪, মোট করোনামুক্ত ৩,৬৩,৪৫৪ ও মোট মৃত্যু ৭,২৯৪।
রাজ্যে করোনামুক্তি বেশি, দুশ্চিন্তা সেই কলকাতা, উত্তর ২৪ পরগনা
Previous Article৫ মাস চিনের বন্দরে আটকে ২৩ ভারতীয়, চরম অনিশ্চিত ভবিষ্যত
Next Article মুম্বাইয়ে মাদকচক্রে গ্রেপ্তার প্রযোজকের স্ত্রী
Related Posts
Add A Comment