কলকাতা ব্যুরো: এ রাজ্যের সরকার বা কোন শীর্ষ আদালত নয়, দুর্গা পুজোর আগে লোকাল এবং সাবারবান রুটে রাজ্যে ট্রেন চালানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত। সোমবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে অনুরোধ করে চিঠি দিয়ে তিনি বলেন, দুর্গা পুজোর আগে এরাজ্যে লোকাল ট্রেন চালু করা জরুরি।
তার বক্তব্য, মার্চ মাস থেকে লোকাল ট্রেন বন্ধ হয়ে থাকায় মানুষের জীবন ও জীবিকা থেমে যেতে বসেছে। কেননা এখনো পর্যন্ত রাজ্যে বাস বা অন্যান্য পরিবহন তেমনভাবে স্বাভাবিক হয়নি। আর এ রাজ্যের মফস্বলের মানুষের একটা বড় অংশই লোকাল ট্রেনের উপরে নির্ভরশীল। কলকাতা যাতায়াত ও ব্যবসাসহ নানা কারণে তাদের লোকাল ট্রেনের উপর নির্ভর করতে হয়। তাই পুজোর মরসুমে বাংলায় লোকাল ট্রেন এখনই চালানো জরুরি বলে তিনি চিঠি দিয়েছেন রেলমন্ত্রীকে।
যদিও মহালইয়ার পর থেকে বাজারে ভিড় বাড়তে থাকায় আর নাগরিকদের একটা অংশের মাস্ক ব্যবহারের অনিচ্ছায় হু করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই মেট্রোরেল চালু হয়ে গিয়েছে। ফলে এই অবস্থায় লোকাল ট্রেন চালু হলে দুর্গাপূজায় মণ্ডপগুলোতে ভিড় বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের একাংশের। আর তাতে সংক্রমণ যে পুজোর পরে কোথায় গিয়ে ঠেকবে তা নিয়েই প্রমাদ গুনছে বিশেষজ্ঞর। ফলে তারা দুর্গাপূজার আগে লোকাল ট্রেন না চালানোর পক্ষপাতি সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়ে। তাদের মতে, যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এই অবস্থায় এখনই লোকাল ট্রেন চালালে রাজ্যের জন্য তা আত্মহত্যার শামিল হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version