এক নজরে

ঘরের উপর উল্টে গেল বালি বোঝাই লরি, মৃত ৩

By admin

November 06, 2020

কলকাতা ব্যুরো : বাঁধের উপর দিয়ে লরি যাবার সময় হঠাৎই বালি বোঝাই লরি উল্টে গেল বাড়ির উপরে। সে সময় বাড়িতে টিভি দেখছিলেন তিনজন। তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে।

হুগলি জেলার লাগোয়া পূর্ব বর্ধমান জেলার জামালপুরের গ্রাম মুইদিপুর। গ্রামের একদিক দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। অন্যদিকে মুন্ডেশ্বরী নদী। মাধবদিহি থানা এলাকায় নদীর চর থেকে তোলা বালি নিয়ে যাওয়া হচ্ছিল। মুইদিপূর দিয়ে যাওয়ার সময় বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে আসবেষ্টসের ঘরের উপর। বালির তলায় ঘরের ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় সন্ধ্যা বাউড়ি নামে এক মহিলার। তার মেয়ে, ১২ বছরের ছেলে রাহুল ঘটনাস্থলেই মারা যায়। সেসময় বাড়িতে টিভি দেখছিল সকলেই।

সন্ধ্যা বাউরির স্বামী প্রশান্ত বাউরি জানান বাড়ির কাছে মন্দিরে দালানে বসে অন্যদিনের মতো কিছু লোকের সঙ্গে গল্প করছিলেন তিনি। সে সময় হঠাৎই ভয়ঙ্কর শব্দে উল্টে পড়ে একটি ট্রাক। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে যান প্রশান্ত বাবু। গ্রামবাসীরা হাত লাগিয়ে চাপা পড়া তিন জনকে উদ্ধার করার চেষ্টা চালায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাহুল ঘটনাস্থলেই মারা যায়।