এক নজরে

Weather Updates: নতুন বছরে আরও জাঁকিয়ে শীত পূর্বাভাস হাওয়া অফিসের

By admin

January 01, 2022

কলকাতা ব্যুরো: নতুন আশা নিয়ে পথ চলা শুরু করল নতুন বছর। একইভাবে ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন থেকে গিয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে শীতও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা তথা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ গতকালের তুলনায় সামান্য বাড়তে চলেছে শীতের প্রকোপ।

শুক্রবার বছরের শেষদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। ইতিমধ্যেই বৃষ্টির কাঁটা দূর হয়েছে। উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বাংলায়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ফের নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন শীত ব্যাটিং করবে তার পুরানো ছন্দে।

তবে ফের এগারো ডিগ্রির শীতলতম দিন মহানগরীর বাসিন্দারা দেখতে পাবেন কি না সেই পূর্বাভাস অবশ্য এখনই দিতে রাজি নয় হাওয়া অফিস। বাংলা ক্যালেন্ডারে সবে পৌষমাসের মাঝামাঝি। তাই শীতের জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে যথেষ্টই। জানুয়ারি মাসে কলকাতার তাপমাত্রা নয় ডিগ্রি ছুঁয়ে ফেলার রেকর্ডও রয়েছে সাম্প্রতিক সময়ে। তাই নতুন বছরের প্রথম দিন কুয়াশা ঘেরা ভোরের সঙ্গে রৌদ্রোজ্বল দিন আগামীদিনে শীতের প্রকোপ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আবহবিদরা।