কলকাতা ব্যুরো: খাতায়-কলমে পৌষ-মাঘই বঙ্গে শীতের মাস। আর এ বছর তা ভালোই জানান দিচ্ছে আবহাওয়া। পৌষের একেবারে গোড়া থেকেই একটু একটু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর সোমবার ৪ পৌষেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেলো ১১ ডিগ্রি সেলসিয়াসে। এক ধাক্কায় অনেকটা কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। আজই কলকাতায় মরসুমের শীতলতম দিন৷
উত্তুরে হাওয়ার হাত ধরে বড়দিনের প্রাক্কালে চালিয়ে ব্যাট করা শুরু করল শীত৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। এখনও পর্যন্ত এটাই এই মরসুমের শীতলতম দিন।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর মহানগরীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২ ডিগ্রি সেলসিয়াস ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস। তবে অন্যান্য জেলায় আরও জোরালো হবে শীতের কামড়। হাড় কাঁপানো শীতে জবুথবু হবেন বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, মেদিনীপুরের মানুষ।
সোমবার কলকাতার আকাশ দিনভর পরিষ্কার থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শীতের আমেজ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার সুযোগ রয়েছে শহরবাসীর কাছে। আবহাওয়াবিদদের অনুমান, শীত তার মারকাটারি ব্যাটিং চালাবে গোটা ডিসেম্বর জুড়েই।