কলকাতা ব্যুরো: ভরা মাঘেও আবহাওয়ার উলোটপুরাণ। অধরা শীত। উল্টে ঝঞ্ঝার হাত ধরে চলেছে অস্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অকালবৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই বঙ্গবাসীর। আগামী ৪৮ ঘণ্টা শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবারই কলকাতায় সহ রাজ্যের একাধিক জেলায় দফায়-দফায় শুরু হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।

কখনও নিম্নচাপ, আবার কখনও পরপর পশ্চিমী ঝঞ্ঝায় মুখ ঢেকেছে শীত। মাঝের কয়েকদিন বাদ দিলে এবার জাঁকিয়ে ঠান্ডার স্বাদই পায়নি বাঙালি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ঝঞ্ঝার হাত ধরে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টির দাপট। রবিবার ছুটির দিনেও সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় দফায়-দফায় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি সকালের দিকে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া-সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট চোখে পড়ছে।

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপক প্রভাব থাকবে আগামী কয়েকদিন। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী তিনদিন বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামিকাল অর্থাৎ ২৪ জানুয়ারিও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।

তবে আবহাওয়ার বদল চোখে পড়বে প্রজাতন্ত্র দিবস থেকে। আগামী বৃহস্পতিবার থেকেই পারদ নামার সম্ভাবনা প্রবল। ফের একবার জাঁকিয়ে শীতের স্বাদ পেতে পারেন বঙ্গবাসী। ৩-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে রাতের তাপমাত্রা। তবে সেই শীতও কতদিন স্থায়ী হবে সেব্যাপারে এখনই কিছু জানাতে পারছেন না আবহাওয়াবিদরা।

Share.
Leave A Reply

Exit mobile version