এক নজরে

Weather Updates Bengal: মাঘের শীতের পথে বাধা হবে বৃষ্টি

By admin

January 20, 2022

কলকাতা ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা পিছু ছাড়ছে না ৷ দোসর বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস ৷ তাই মাঘের শীতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস ৷ শনিবার থেকে সোমবার পর্যন্ত বাংলাজুড়ে বৃষ্টি হতে পারে ৷ মাঘ মাসের শুরু থেকেই কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। বৃষ্টি সেই আমেজে ছেদ ফেলবে।

বৃহস্পতি ও শুক্রবার, ২০ ও ২১ জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ উত্তরে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ গরম লাগবে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ২২ এবং ২৩ জানুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ২৩ ও ২৪ জানুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা হতে পারে। পাশাপাশি বৃষ্টিতে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ধস নামা নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস।

বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। ইতিমধ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। চলতি বছরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের মারকাটারি ইনিংসে বারবার ছেদ পড়েছে।