এক নজরে

Weather Updates West Bengal: নামছে পারদ, বাড়ছে দূষণ

By admin

December 16, 2021

কলকাতা ব্যুরো: নামছে পারদ, কাঁপছে কলকাতা সহ গোটা রাজ্য। গত দু’দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ তাই রাজ্য জুড়ে ঠাণ্ডার আমেজ। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, সপ্তাহের প্রথম চারদিনের মধ্যে তিনদিনই কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছিল। কিন্তু একধাপে হুড়মুড় করে এতোটা ঠাণ্ডা পড়বে, তা বোধ হয় আশা করা যায়নি।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩% এবং ৪১%। বৃহস্পতিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ১৩ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করবে। তাই পৌষের আগমনে রাজ্যে এবার কনকনে শীতের অনুভূতি।

তবে পারদের এই পতন আগামী সপ্তাহে ধাক্কা খেতে পারে কিন্তু ফের দ্রুত পুরোনো তাপমাত্রায় ফিরে আসবে। এদিকে জেলা শহরগুলোর তাপমাত্রা কমতে শুরু করেছে। কৃষ্ণনগর, আসানসোল, ব্যারাকপুর, বাঁকুড়া, কাঁথি, পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনে উত্তুরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী।

এদিকে শীত পড়তেই শহরে দূষণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়তে শুরু করেছে। যা দিল্লির সঙ্গে পাল্লা দিতে পারে। ফলে পুরভোটে জিতে যে দলই শহরের মসনদের দখল নিক না কেন, পরিবেশের এই অবস্থা তাদের দুশ্চিন্তায় ফেলবে।