এক নজরে

উত্তরে শুরু ভারী বৃষ্টি, বুধবার থেকে দক্ষিণেও বাড়বে ঝড়-বৃষ্টির দাপট

By admin

August 10, 2021

কলকাতা ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী পাঁচ দিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। এছাড়া কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি৷ মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই দুই জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।

অন্যদিকে আগামী ১১ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর- নীচের এই তিন জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের জেরে আলিপুর আবহাওয়া দফতর বেশ কিছু সর্তকতা জারি করেছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। এছাড়াও পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া আগামী ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে ১১ এবং ১২ তারিখ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১১ তারিখ মুর্শিদাবাদ ও নদিয়া এবং বীরভূম জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২ আগস্ট মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। জানা যাচ্ছে মৌসুমী অক্ষরেখা গতি পরিবর্তন করে ডুয়ার্স এবং ক্রমশ উপরের দিকে অগ্রসর করবে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করছে। সেইসঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।