কলকাতা ব্যুরো: পুরভোটে সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিল বঙ্গ বিজেপি। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অভিযোগ, রবিবার রাজ্যের ১০৮ পুরসভার ভোটে লাগামহীন হিংসা চালিয়েছে শাসকদল। তার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হল গেরুয়া শিবিরের তরফে। শুধু বনধ ডাকাই নয়, তা সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবেন বলেও গেরুয়া শিবিরের পক্ষে রবিবার জানানো হয়েছে। এদিন কমিশনে চিঠি দিয়ে ১০৮ পুরসভার ভোটই বাতিলের দাবি জানিয়েছে বিজেপি।

অন্যদিকে, নির্বাচন পরবর্তীতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকালে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকাল ১০টায় রাজভবনে তলব করা হয়েছে। টুইট করে এ কথা জানান রাজ্যপাল। ২৭ ফেব্রুয়ারি গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, রবিবার বিকেলে ভোটশেষের মুখে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। মুখপাত্র শমীক ভট্টাচার্যর কথায়, পুরসভা ভোটে বিভিন্ন জেলা থেকে ২২৭ টি অভিযোগ জমা পড়েছে তাদের দপ্তরে। এমনকী রাজ্য সভাপতিও দুষ্কৃতীদের তাড়া করে অশান্তি রুখেছেন বলে দাবি। যা নজিরবিহীন। এই হিংসার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে তাদের তরফে। এই পুরসভাগুলিতে পুনর্নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে তারা চিঠি লিখেছে বলেও খবর।
তবে বিজেপির ডাকা বন্ধের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানান, ঠাণ্ডা ঘরে বসে বিজেপির ডাকা বনধের আমরা বিরোধিতা করছি। সোমবার সব কিছু সচল থাকবে। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে এমন কোনও কিছুকে সমর্থন করি না আমরা। মানুষকে বিপদে ফেলে অর্থনীতি ধ্বংস করার এই বনধের আমরা সম্পূর্ণ বিরোধিতা করি।