এক নজরে

KMC Election: কিছু গোলমালেও শান্তিতে ভোট

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণই হয়েছে। রবিবার ভোটগ্রহণ পর্ব শেষে একথাই জানালো রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষে কমিশনের তরফে জানানো হয়েছে, দু’টি বোম জাতীয় দ্রব্য নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। খান্নার ঘটনায় কেউ আহত হননি। এন্টালি থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি। তবে পুনর্নির্বাচনের বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রবিবারের নির্বাচনে মোট ১৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন মাধ্যম থেকে কমিশনের কাছে মোট ৪৫৩ টি অভিযোগ জমা পড়েছে। সবমিলিয়ে ৫৫ টি ইভিএম পরিবর্তন করা হয়েছে। তবে বুথ দখলের কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। একইসঙ্গে সব অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

রবিবার সকালে যে সিসিটিভি ঢেকে দেওয়া হয়েছিল, সেটি স্কুলের সিসিটিভি ছিল বলে রাজ্য নির্বাচন কমিশনের থেকে জানানো হয়েছে। পাশাপাশি কোথাও কোনও অচল সিসিটিভি ছিল না বলেও জানিয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, স্কুলের সিসিটিভি কাগজ দিয়ে দিয়ে ঢাকা হয়েছিল। সেটা পাশে কমিশনের সিসিটিভিতেই উঠেছে। কমিশনের সিসিটিভি কাজ করছিল।

তবে বিজেপি নেতৃত্ব মনে করছে, ১৪৪ টি ওয়ার্ডের প্রায় সবকটাই দখল করতে চলেছে শাসক দল। তাই বিজেপির দাবি, ১৪৪ টি ওয়ার্ডেই পুনর্নির্বাচন করতে হবে। সন্ত্রাসের জেরে সব ভোট বাতিলের দাবি জানিয়েছে তারা। এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য নির্বাচনী হিংসার অভিযোগ তুলে বলেন, অনুশ্রী চট্টোপাধ্যায়ের স্বামী প্রহৃত। তাঁর নিজের সঙ্গে মানহানি করা হয়েছে। রাজর্ষি লাহিড়ী আক্রান্ত। পিজি ট্রিটমেন্ট করেনি। কামিনী খটিকের স্বামী আক্রান্ত। তাঁদের ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। টাকি স্কুলের সামনে বোমের আঘাতে একজনের অঙ্গহানি হওয়ার জোগাড়। অনেকেই আক্রান্ত।

পাশাপাশি কলকাতা পুরসভার ১১টি অর্থাৎ ২, ৮, ১৭, ১৮, ১৯, ২০, ৩৬, ১০০, ১০১, ১০২, ১০৯ নম্বর ওয়ার্ডে পুরভোটের দাবি জানিয়েছে বামেরা।

এছাড়া ১০, ১১৩, ৯৯, ৯৪, ৬৫ নম্বর ওয়ার্ডের নির্দিষ্ট কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বামেরা।