এক নজরে

West Bengal Covid Update: রাজ্যে সামান্য বাড়লো করোনা সংক্রমণ

By admin

January 12, 2022

কলকাতা ব্যুরো: রাজ্যে একদিনে করোনা সংক্রমণ সামান্য বাড়লো। তবে স্বস্তির খবর এই যে পজিটিভিটি রেট কমেছে প্রায় ২ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের, যা মঙ্গলবারের তুলনায় বেশি।

বুধবার করোনার নমুনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ডায়মন্ড হারবার। ৫০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে এই মহকুমায়। রাজ্যে সামগ্রিকভাবে পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, কোভিডের কবল থেকে একদিনে মুক্ত হয়েছেন ৮,১১৭ জন। দৈনিক আক্রান্তের তুলনায় প্রায় তিনগুণ বেশি। শতকরা হিসেবে যা ৯২.৫১ শতাংশ। এদিকে, অ্যাকটিভ রোগীর সংখ্যাও প্রায় ১৪ হাজার বেড়ে লক্ষাধিক পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৫১। 

এবার আসা যাক জেলাভিত্তিক পরিসংখ্যানে। সংক্রমণের নিরিখে এদিনও পয়লা নম্বরে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় ৭০৬০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় কোভিড পজিটিভ ৪৩২৬ জন। দৈনিক হাজারের বেশি সংক্রমণ নিয়ে তালিকায় এরপরেই রয়েছে আরও চার জেলা – দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং জেলা। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫১ জন।  

সামনে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই মেলায় পুণ্যার্থীদের সমাগম শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেই বাবুঘাটে উপস্থিত হন, যেখান থেকে গঙ্গাসাগরগামী বাস ছাড়ছে। সেখানে সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে যেন পুণ্যার্থীরা মেলায় যান। অন্যদিকে, পথ দেখাল ডায়মন্ডহারবার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেওয়া টার্গেটকেও ছাপিয়ে গেল বুধবারের কোভিড টেস্টের সংখ্যা।

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ডায়মন্ডহারবার এলাকায় মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ২০৩ জনের। যা রাজ্যের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক। নিজেই টুইট করে এই পরিসংখ্যান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।