এক নজরে

Covid 19 Bengal: সংক্রমণের দাপটের মধ্যেই রাজ্যে কমলো পজিটিভিটি রেট

By admin

January 12, 2022

কলকাতা ব্যুরো: রাজ্যে ফের বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন ৷ আগের দিন যা ছিল ১৯ হাজার ২৮৬ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের ৷

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৩২.৩৫ শতাংশ ৷ সোমবার যা ছিল ৩৭.৩২ শতাংশ ৷ তথ্য বলছে, এক সপ্তাহ পর কমলো রাজ্যের করোনা সংক্রমণের হার ৷ ৪ জানুয়ারি রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ১৮.৯৬ শতাংশ, তারপর থেকে প্রতিদিন তা বাড়তে বাড়তে সোমবার পৌঁছেছিল ৩৭.৩২ শতাংশে ৷ তবে মঙ্গলবার তা কমলো ৷ এর আগে অবশ্য গত ২৯ জানুয়ারি ২.৮৪ শতাংশ থেকে এই হার বৃদ্ধি পেয়ে গত ৩ জানুয়ারি ১৯.৫৯ শতাংশে পৌঁছেছিল ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ৯৩৬ জনের ৷ করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কলকাতায় প্রাণ হারিয়েছেন ৬ জন ৷ উত্তর ২৪ পরগনাতে প্রাণ হারিয়েছেন ৫ জন ৷ দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে ৩ জন করে প্রাণ হারিয়েছেন ৷ নদিয়াতে মৃত্যু হয়েছে ১ জনের ৷

রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৭ লাখ ৯৫ হাজার ৪৩০ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৩৭ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৫৮ জন ৷ মঙ্গলবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২ হাজার ২৩৬ জন ৷ আজ ৬৫ হাজার ২১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৯০ ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ৯৮৫ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লক্ষ ৬২ হাজার ৩৩০ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৬ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৯২৭ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৮১ হাজার ৯১৪ জন ৷