এক নজরে

West Bengal Corona Updates: সংক্রমণ কমলেও রেকর্ড মৃত্যু বাংলায়

By admin

January 16, 2022

কলকাতা ব্যুরো: করোনার তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত রেকর্ড প্রাণহানি। একদিনে মহামারীর বলি পশ্চিমবঙ্গের ৩৯ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। কলকাতা-সহ একাধিক জায়গার দৈনিক সংক্রমণ কমেছে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১৩২ জন। এদিকে, রাজ্যে কিছুটা হলেও কমেছে কোভিড পরীক্ষার সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৬৪ হাজার ৫৭২ জনের। কমেছে পজিটিভিটি রেটও। বাংলায় বর্তমান পজিটিভিটি রেট ২৯.৫২ শতাংশ। তবে কড়া কোভিডবিধি মেনে গঙ্গাসাগর মেলা হলেও অনেকের আশঙ্কা, এই মেলা থেকে সংক্রমণের হার বেড়েছে। শুক্রবার সাগর মেলার পর শনিবারই রেকর্ড হারে মৃত্যু বাংলায়। অতএব, চিকিৎসকরা সাগর মেলায় অনুমতি দিলে করোনা সংক্রমণের ভয়াবহতার যে আশঙ্কা করেছিলেন তা সত্যি হলো।

তবে রাজ্যের মৃত্যুর পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞ মহলে। মোট ৩৯ জনের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২ জনের। তালিকায় এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও হুগলিতে তিনজন, পশ্চিম বর্ধমানে তিনজন, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়, উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায় দু’জন করে মৃত। কোচবিহার, বীরভূম ও পূর্ব বর্ধমানে একজন করে মৃত।

দৈনিক সংক্রমণের তালিকায় এখনও জেলার শীর্ষে রয়েছে কলকাতা। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় সামান্য হলেও কমেছে আক্রান্তের সংখ্য়া। একদিনে শহরে করোনায় আক্রান্ত ৪৮৩১ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৯৬ জন।এদিকে, রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ। আরও ১৫ দিন অর্থাৎ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল থাকবে করোনার বিধিনিষেধ। তবে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা এনেছে নবান্ন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। ১৫ জানুয়ারি পর্য়ন্ত প্রাথমিকভাবে তা বহাল রাখা হয়েছিল। এবার তা আরও ১৫ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্য়ন্ত করা হয়েছে। তবে তার মধ্যেও চালু রয়েছে সমস্ত এমারজেন্সি পরিষেবা। চালু থাকছে বিভিন্ন হোম ডেলিভারি পরিষেবা।