কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই চিংড়িঘাটায় দুর্ঘটনা রুখতে তৎপর প্রশাসন। শুক্রবার চিংড়িঘাটা ফুটওভারব্রিজ পরিদর্শন করলেন মন্ত্রী সুজিত বসু। খুব শীঘ্রই সাধারণের জন্য ফুটওভারব্রিজ চালু হবে বলেই জানান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন ডিসি সাউথ (ট্রাফিক), কেএমডিএ এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা।

ফুটওভারব্রিজ পরিদর্শনের পর দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, চিংড়িঘাটায় কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। কী কারণে চিংড়িঘাটায় বারবার দুর্ঘটনা ঘটছে, কেনই বা যানজট তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ’র তরফে আইআইটি খড়গপুরকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।

দুর্গাপুজোর আগে থেকে চিংড়িঘাটায় একের পর দুর্ঘটনা লেগেই রয়েছে। চতুর্থীর দিন মেট্রোপলিটন লেনের কাছে বাইক থেকে ছিটকে পড়ে মাথা বিচ্ছিন্ন হয় যুবকের। ভাইফোঁটার দিন চিংড়িঘাটা ক্রসিংয়ে একটি বাস পথচারীকে পিষে দেয়। গত ১৬ নভেম্বর চিংড়িঘাটায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বাইক এবং ট্রাকের ধাক্কায় প্রাণহানি হয় এক যুবকের। 

বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে চিংড়িঘাটার দুর্ঘটনা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রোজই চিংড়িঘাটায় দুর্ঘটনা ঘটছে। কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের দ্বন্দ্বের জেরে দুর্ঘটনা ঘটছে। তোমরা বসে সমস্যার সমাধান করো। আর একটিও দুর্ঘটনা চাই না। একজনেরও প্রাণহানি যেন না হয়। আর তারপর থেকে সতর্ক প্রশাসন। চিংড়িঘাটায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। মাইকিংয়ের মাধ্যমে পথচারীদের সতর্ক করার কাজও শুরু হয়েছে। তারপরই শুক্রবার চিংড়িঘাটা ফুটওভারব্রিজ পরিদর্শনে যান মন্ত্রী সুজিত বসু।

Share.
Leave A Reply

Exit mobile version