এক নজরে

মঙ্গলবার ছুটি রাজ্যে

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায় মৃত্যুতে মঙ্গলবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এদিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস। এদিন ভার্চুয়াল বৈঠকে রাজ্যের পুলিশ কর্মীদের সম্মান জানানোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই অনুযায়ী সব রকম প্রস্তুতি নিয়েছিল রাজ্য। কিন্তু দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর আগামী ৮ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত পুলিশ দিবসের অনুষ্ঠান হবে।