এক নজরে

Subrata Mukherjee: সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত সরকারের

By admin

November 05, 2021

কলকাতা ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রীর মৃত্যুতে বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া। প্রিয় ‘সুব্রত দা’র প্রয়াণ ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার যখন খবরটা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছয়, তখন কালীপুজোয় ব্যস্ত ছিলেন তিনি। খবরটা পেয়েই এক মুহূর্ত দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে কলকাতার এসএসকেএম হাসপাতালে চলে আসেন তিনি। যদিও সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ দেখেননি তিনি। ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রতদার মরদেহ আমি দেখতে পারব না।” সরকারি শোকবার্তাতেও স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। 

জানা গিয়েছে, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়গুলোর জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বর্তমান বঙ্গ রাজনীতির বহু নেতা, মন্ত্রীই একটা সময় তাঁর নেতত্বে রাজনীতি করতেন। শুক্রবার প্রিয় ‘সুব্রত দা’র মৃত্যু সংবাদ পেয়ে একে একে তাঁরা এসএসকেএম হাসপাতালে এসে হাজির হন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সুব্রতা দার মৃত্যুতে আমরা মর্মাহত। প্রতিটা সহকর্মীর জন্য বড় ক্ষতি। এই ক্ষতি জীবনে পূরন হবে না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ভেঙে পড়েছেন।”

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এটা বড় ক্ষতি। বাংলা তথা ভারতীয় রাজনীতির বড় ক্ষতি। দীর্ঘদিন ধরে কাজ করেছি। ছাত্র পরিষদ করার সময় ওঁর নেতৃত্বে কাজ করেছি।”