কলকাতা ব্যুরো: বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে জটিলতা অব্যহত। রাজ্য মন্ত্রিসভার তরফে রাজ্যপালকে পাঠানো অধিবেশনের কর্মসূচি অনুযায়ী, অধিবেশন শুরুর দিন অর্থাৎ ৭ মার্চ রাত দু’টোয় রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। আর সেটি হাতে পাওয়া মাত্রই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উল্লেখ করলেন, ইতিহাসে এই প্রথম মাঝরাতে বিধানসভা অধিবেশন চলছে এবং ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালকে সময় দেওয়া হলো। তবে বিভ্রান্তি কাটাতে এদিন রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ছাপার ভুলের কথা উল্লেখ করে সঠিক দিনক্ষণও জানান মমতা। যদিও ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ভুল একেবারেই কাম্য নয়। তবে রাত ২টো এবং দুপুর ২টোর বিষয়টি বুঝে নেওয়া কঠিন ছিল না।
যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের তরফে জানানো হয়েছে, সূচিপত্র টাইপ করতে গিয়েই বিপত্তি ঘটেছে। ইংরাজি 2 PM-এর জায়গায় 2 AM লেখা হয়েছে ভুল করে। সে যাই হোক, দুপুর ২টোর বদলে রাত ২টোয় রাজ্যপালের ভাষণের সূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ওইদিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে। বিধানসভা অধিবেশন সাধারণত এই রীতিতেই হয়ে থাকে। ১১ মার্চ বাজেট পেশ হওয়ার কথা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা বৈঠক করে দিনক্ষণ স্থির করেছে। এরপর সেই সূচি পাঠানো হয়েছে রাজ্যপালকে। যাতে লেখা, ৭ মার্চ রাত ২টোয় রাজ্যপালের ভাষণ। তা দেখামাত্রই সূচি টুইট করে কটাক্ষ করেন ধনকড়। তাঁর টুইট, মাঝরাতেরও পর ২টোয় বিধানসভা অধিবেশন চলার বিষয়টি নজিরবিহীন এবং ইতিহাসে প্রথম। অথচ মন্ত্রিসভা সেই সিদ্ধান্তই নিয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে বিধানসভা অধিবেশন নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেছিলেন ধনকড়। দুপুর ১২ টার মধ্যে মুখ্যসচিবের যাওয়ার কথা ছিল। কিন্তু সরকারি অনুষ্ঠানের কারণে মুখ্যসচিব রাজভবন যেতে পারছেন না বলে জানিয়ে দেন। এরপর দুপুরে রাজ্যপালের কাছে পৌঁছয় বিধানসভার বাজেট অধিবেশনের কর্মসূচি। আর তাতেই বিভ্রান্তি ছড়ায়। দুপুর ২টোর বদলে রাত ২টোয় ভাষণের কথা ছাপা হয়েছে ওই সূচিতে। তবে এত বড় একটা সিরিয়াস ইস্যুতে কি করে এত বড় ভুল হতে পারে? তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।