এক নজরে

Guidelines for Home Isolation: কমলো হোম আইসোলেশনে থাকার দিন

By admin

January 10, 2022

কলকাতা ব্যুরো: কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের নির্দেশিকায় বদল আনল রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, হোম আইসোলেশন বা কোভিড কেয়ারে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনেই থাকতে হবে।

যদি রোগীর টানা ৩ দিন জ্বর না আসে তাহলে তাঁর আইসোলেশনের সময়সীমা ৭ দিনেই শেষ হয়ে যাবে। ৭ দিন আইসোলেশনে থাকার পর মৃদু উপসর্গের জন্য যাদের চিকিৎসা চলছিল তাঁদের ক্ষেত্রে দ্বিতীয়বার করোনা পরীক্ষাও করাতে হবে না। এছাড়া যে সমস্ত রোগীদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই পরপর তিনদিন দেহের অক্সিজেনের মাত্রা তিরানব্বই শতাংশের বেশি হলে ৭ দিন পরেই শেষ হয়ে যাবে আইসোলেশন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনেই তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য যে নির্দেশিকা জারি করেছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় আগেই আইসোলেশনে থাকার সময়সীমা ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছিল। একইসঙ্গে বলা হয়েছিল, ৭ দিনের পর নতুন করে আর পরীক্ষার প্রয়োজন হবে না। এবার রাজ্যও সেই নির্দেশ মেনে নিল।

ইতিমধ্যেই রাজ্যে করোনার ঢেউ যে হারে আছড়ে পড়ছে, তাতে চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন যে মোট আক্রান্তের মাত্র ১%-এরও যদি আইসিইউ বা অক্সিজেনের প্রয়োজন হয়, তা বড় সংকট ডেকে আনতে পারে কারণ প্রত্যেক দিন যদি ৩০ হাজারের কাছাকাছি আক্রান্ত হয়, তাদের চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় পরিকাঠামো রাজ্যের কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালের নেই। এই সময় তাৎপর্যপূর্ণ হতে চলেছে হোম আইসোলেশন বা কোভিড কেয়ার সেন্টারে ভর্তি থাকা রোগীদের জন্য আইসোলেশনের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি।